মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোড দেখে নিন | Mobily Sim Number, Balance And Internet check code

সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী ভাইদের জানাই আসসালামু আলাইকুম। আপনারা কি সৌদি আরবের মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোড জানতে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন। তাহলে সঠিক জায়গায় এসেছেন। আমাদের আজকের পোস্টটি মোবাইলি সিমের প্রয়োজনীয় সকল কোড নিয়ে। 


মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোড দেখে নিন | Mobily Sim Number, Balance And Internet check code
মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোড

আমাদের এই পোস্টে আপনারা মোবাইলি সিমের প্রয়োজনীয় সকল কোড পেয়ে যাবেন যেমন, মোবাইলি সিমের টাকা চেক, মোবাইলি সিমের এমবি চেক, মোবাইলি সিমের মিনিট চেক এবং মোবাইলি সিমের সকল অফার চেক করার কোডগুলো। 


মোবাইলি সিমের নাম্বার চেক করার কোড

একটি সিম কেনার পর আমাদের সর্বপ্রথম যে কোডটি দরকার হয় সেটি হলো সিমের নাম্বার চেক করার কোড। কারণ আপনি যদি কাউকে আপনার নাম্বার শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনার নাম্বার বের করতে হবে। দুঃখের বিষয় সেই কোডটি অনেকেই জানে না। তাদের জন্য নিচে কোড দেয়া আছে দেখে নিন।


মোবাইলি সিমের নাম্বার চেক কোডঃ *222#


মোবাইলি সিমের ব্যালেন্স চেক - মোবাইলি সিমের টাকা চেক

আশা করি আপনারা এখন মোবাইলি সিমের নাম্বার চেক করার কোডটি জানতে পেরেছেন। এবার আপনাদের জানিয়ে দিবো মোবাইলি সিমের টাকা বা ব্যালেন্স চেক কিভাবে করতে হয়। 


মোবাইলি সিমের টাকা বা ব্যালেন্স চেক কোডঃ *1411#


  • প্রথমে আপনার ফোনে DIAL PAD ওপেন করে নিবেন
  • তারপর *1411# ডায়াল করে Call এ চাপ দিবেন 
তাহলেই আপনি আপনার সিমে কত টাকা আছে বা ব্যালেন্স কত তা জানতে পারবেন।


মোবাইলি সিমের ইন্টারনেট চেক - মোবাইলি সিমের এমবি চেক

নতুন সিম কেনার পর আমাদের ইন্টারনেট বা এমবি চেক করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই/বোন জানে না মোবাইলি সিমের এমবি কিভাবে দেখে। তাই তাদের জন্য নিচে মোবাইলি সিমের এমবি চেক কোড ও কিভাবে চেক করবেন তা দেয়া আছে দেখে নিন। 


মোবাইলি সিমের ইন্টারনেট বা এমবি চেক কোডঃ *1422#


  • প্রথমে আপনার ফোনে DIAL PAD ওপেন করে নিবেন
  • তারপর *1422# ডায়াল করে Call এ চাপ দিবেন 

আশা করি আপনারা আমাদের দেখানো স্টেপগুলো ফলো করে আপনার মোবাইলি সিমের ইন্টারনেট বা এমবি চেক করতে পেরেছেন।


মোবাইলি সিমের মিনিট চেক করার কোড

এতক্ষণ আমরা আপনাদের জানিয়েছি মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোডগুলো। এবার আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনারা আপনার মোবাইলি সিমের মিনিট চেক করতে পারবেন। মিনিট চেক করার নিয়ম নিচে দেয়া আছে দেখে নিন।


মোবাইলি সিমের মিনিট চেক কোডঃ *1411*1#


  • প্রথমে আপনার ফোনে DIAL PAD ওপেন করে নিবেন
  • তারপর *1411*1# ডায়াল করে Call এ চাপ দিবেন

তাহলেই আপনার মোবাইলি সিমে কত মিনিট আছে তা জানতে পারবেন।


মোবাইলি সিমের অফার চেক করার কোড

বিভিন্ন সময় মোবাইলি সিমে বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে। কিন্তু আমরা যদি অফার চেক করার নিয়ম না জানি তাহলে সেই অফার গুলো লুফে নিতে পারবো না। তাই আপনার মোবাইলি সিমে বর্তমানে কি অফার চলছে তা জানতে নিচে দেয়া নিয়মটি দেখে নিন। 


মোবাইলি সিমের অফার চেক কোডঃ *6060#


  • প্রথমে আপনার ফোনে DIAL PAD ওপেন করে নিবেন
  • তারপর *6060# ডায়াল করে Call এ চাপ দিবেন

আশা করি আপনারা এখন আমাদের দেখানো নিয়মটি ফলো করে আপনার মোবাইলি সিমে থাকা অফারটি জানতে পেরেছেন। যদি অফার চেক করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 


মোবাইলি কাস্টমার কেয়ার নাম্বার

মোবাইলি সিমের ব্যাবহার করার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে সে সমস্যা সমাধানের জন্য আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয়। তাই নিচে মোবাইলি সিমের কাস্টমার কেয়ারের নাম্বার দেয়া হয়েছে। আপনার সিম ব্যাবহার করার সময় কোনো সমস্যায় পড়লে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন।


মোবাইলি সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 1100


এই ছিল আমাদের আজকের পোস্ট যেখানে আপনাদের সাথে শেয়ার করেছি, মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোড আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এমন প্রয়োজনীয় ও জরুরী তথ্য জানতে www.techbangla.xyz ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ


Tag: মোবাইলি সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট চেক করার কোড, Mobily Sim Number, Balance And Internet check code

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.